তন্নতন্ন করিয়া আমি খুঁজেছি তোমারে
পৃথিবীর প্রতিটি মানচিত্রে
জীবনের প্রতিটি রেখাচিত্তে
এঁকেছি তোমারি প্রতিচ্ছবি দিনে রাতে।


এক আকাশ স্বপ্ন নিয়ে
ছুঁতে চেয়েছি তোমার মনকে
কিন্তু তা আমি পারিনি
পারিনিতো কিছু জানাতে।


কিঞ্চিৎ পরিমাণ সাফল্য
নির্দিষ্ট সীমার মধ্যে বঞ্চিত ছিল
তারপর অনুরূপে  জন্ম নিয়েছিল
কয়েকটি চিঠির অদ্ভুত ভাষাগুলো।