স্বপ্নরা হানা দেয় অন্য কোথাও
চিলের ডানা চাদরের আলপনা আঁকে;
যদি ভুল হয় কখনো তাঁরে
তবে বুঝিবো আমি সেও ছিল অভিমানী চাঁদের নীচে।


আমি নিদারুণ অভিমানে চলে যাবো দূরে
নীল গোলাপের কাঁটার আঘাত পেয়ে।
বড়োই দেরি হয়ে গেছে জেগে উঠিতে
চলন্ত রেলগাড়ির যাত্রীরা নেমেছে বহুদূরে।


জাহাজের পাটাতন গেছে ডুবে
পান্ডিত্য সব ধুলোয় মিশে
সরকারও বদল ঘটেছে দেশে দেশে
এমনকি রাষ্ট্র ভাষাও হারিয়ে ফেলেছে শব্দ।