আমি দেখেছি মানুষে মানুষে বিরুদ্ধাচারণ
পদদলিত সমাজের অঙ্গীকারে
আবদ্ধ মেহেফিল এর প্রতিধ্বনি তে
জেগেছে কি নাটকের অধ্যায়গুলো!


রাত জেগে শহরের কথা মনে পড়ে
কিংবা জীর্ণ গাছের ডাল গুলোর দিকে তাকিয়ে থাকি
যদি মেঘেরা এসে কথা বলে
তবে আমি কিছু হারিয়ে ফেলবো নাকি!


একটি ফুল ফুটলো নীল জোছনায়
সাগরের মতো গর্জনে গজিয়ে উঠলো তারা
হয়তো নীরবে ঝরে যাবে কিছু...!
শিরোনামহীন যাযাবরের যাত্রী হয়ে।