এখনো হতে পারতাম কিছু
তবে কি হতে পারতাম!
হতে কি পারতাম নীতিকথার মালিক
নীচের তলার মানুষের মতো মানুষ।
মানুষকে আমি বুঝতে চাইতাম
তবুও কি বুঝতে পারলাম কিছু...!
নিশ্চিত ফিরে আসতাম কখনো
কলহপ্রিয় কলিচুনের দেশে।
রাত জেগে তারাকে জানাতাম বহুকিছু
আর জানতাম দিগন্ত জুড়ে স্বপ্ন রাশি রাশি।
বহু মূল্যবান সময়ের হাতের নাগালে
কখন যেন হাত পেতে ফেলেছি 'শূন্য'।