চুক্তিভঙ্গ হলো চিলেকোঠার দেওয়ালে
ঘোরতর বিপদ আমার পাছে ধরে
এই তো দিব্বি চলে যাচ্ছে সময়
দাহনভূমির সন্নিকট দিয়ে।
আমি দাসত্বের লড়াই লড়েছি
দার্শনিকতত্ত্বের দাসত্বশৃঙ্থলে।
ওই যে হানাদার শাসক
আমার চলার পথে কাঁটা ছড়িয়েছে
ছাটা পড়েছে ছায়াপথের মানুষ
যদি তাঁরা আন্দোলন করে এই ভেবে।
একান্ত নিভৃতে কারা যেন উবে গেল
তেপান্তরের ঘূর্ণিপাকে ;-
বহু সময় - হ্যাঁ এখনো বহু সময় বাকী
আর্তস্বরে  আর্জি জানানোর জন্য
যদি আরোপ -পত্তর হয়
মুখ থেকে কেড়ে নেওয়া শব্দগুলোর,
তবে অ্যাট্রিবিউশন্ হবে মানুষের সম্মুখে।