যদি কখনো ভুল হয় আমায়
তবে ক্ষমা করে দিও
ক্ষমা করে দিও হৃদয় ভরিয়া আমায়।
আমি আর কখনোই আসিবো না ফিরে
জোনাকি রাতের তারা জ্বেলে
বৃষ্টি ভেজা শ্রাবণের ধারায়।


বৃথা যদি হয় সমাজ
আর বৃথা হবো আমি
আদি নক্ষত্রের তারায় মেলায়।
এখনো প্রান্তরে ঘাসের শিরায় শিরায়
ফুঁটিবে বিরহের ফুল
আমার মৃত্যুর ফাগুনের হলুদ বেলায়।