আকাশের বেদনা নিয়ে সমুদ্রের গভীরে লুকিয়ে আছে সমুদ্র প্রাণী
চিরকাল ডুবে থাকে
ডুবে থাকাই একমাত্র অবলম্বন তাঁদের।
সম্পূর্ণ হৃদয়ের গভীরে ভারত মহাসাগরের বুকভরা কষ্ট পুষে রাখে অচীন পাখি।
কিংবা নদীর জলে ভাসে নিস্তব্ধতা আর চোখের নিদ্রাহীন পাতা
আর কেউ কথা দিয়ে কথা না রাখার শেষ চিহ্নটুকু।