অঙ্কের সমীকরণ নিদ্রাহীন চোখে মেলে না
বৃষ্টির নদীতে ভেসে গেল হৃদয়ের সীমানা
কাদের চোখে চোখ পড়লে মৃত হয় মানুষ
কিংবা কাদের বানানো পথে চললে মানুষ ব্যর্থ হয়
এসব ক্ষীণ দার্শনিক চিন্তাভাবনা কিছুই বুঝি না
শুধু সময়ের সাথে চলছি ফিকে হয়ে
আলোকের পথে আলো জ্বালিয়ে ফিরছি আলোকবর্ষ হতে
দূরে বহুদূরে চলে গেছে হারিয়ে যাওয়া স্বাধীনতা।


দাসত্বের আগুনে দগ্ধ হয়েছি
কারাগারে কথা রেখেছি সবে মাত্র মুক্তি পাওয়ার কয়েদির সাথে
পোশাকের সুতো খসে যাওয়া সমবেদনা নিঙড়ে নিয়েছি পাখিদের কোলাহলে।
প্রতিটি বইয়ের পাতা জানে শব্দের গভীরতা কতটা সমদ্দুর
মানুষের জীবন সংগ্রামের পথ দিয়ে হেঁটে গেছে হলুদ সভ্যতার ঝরা পাতা
কি কঠিন সুনয়নে বিষবাষ্প ছড়িয়ে পড়ে রূপকথার গল্পের ভূমিকাতে
এমন সভ্যতার মানুষ অসহায় হয়ে কিবা ইতিহাস শিখবে !
অথচ মানুষ ইতিপূর্বেই দাসত্বের আগুনে ঝলসে গেছে চৈএকাল।।


© Copyright Reserved
     Abhijit Halder
       05.01.2024