মানুষ আসে মানুষ চলে যায় বহুদূরে
চিরস্থায়ী ঠিকানা গড়তে পারে না !
সবচেয়ে সুন্দর ফুলও একসময় ঝরে পড়ে তাঁর নিজের ডালপালা কে স্পর্শ করে
মানুষের ও ঠিক তাই
মানুষের মৃত্যু হলে ডালপালার মতো যেকোনো অঙ্গকে স্পর্শ করে জীবন বেরিয়ে যায় চোখের নিমেষে।


মানুষের চোখে স্বপ্ন মৃত
পাহাড়ের দীর্ঘশ্বাসে থাকে না ভেঙে পড়ার সংকট
সমস্তকিছুই বাস্তব আবার সমস্তকিছুই খেলনা।
এ জীবন সত্য এ মরণ সত্য
সবচেয়ে সত্য এই পৃথিবীতে প্রাণ,বায়ু, সূর্য , অক্সিজেন
আরো কত কিছু , ঢের বহুকিছু...
নিদ্রাহীন চোখে রাতের কবিতায় ভেসে ওঠে
অজস্র ভাবনা যা লক্ষ বছর পৃথিবীতে বেঁচে থাকলেও শেষ হবে না জানি।
মায়াভরা এই পৃথিবীতে মানুষের বসবাস
সত্য মিথ্যা হাজারো রঙমশাল
তবুও এ চোখে উদাসীন মনের ভাষা চঞ্চল
পথ খুঁজতে চাই দীর্ঘ জীবন বেঁচে থাকার।।


© Copyright Reserved
     Abhijit Halder
      20.12.2023