পথের ভিতর পথ লুকিয়ে আছে বেহিসেবী
আমার হৃদয়ে একশো রোলার এর আঘাত
কিংবা মৃত জোনাকির ডানা ভাঙা আর্তনাদ
মানুষের জীবন থাকে জীবন একটাই।
কবিতা শব্দের পথে চলে
হোঁচট খাওয়া অধ্যায়ে চেপ্টে যায় বেলা
সাড়ে তিন হাজার কোটি আকাশের তারার মেলা দিয়ে অস্তিত্ব লিখেছি আত্মজীবনীর মতো বেরঙিন।


কবিতার পাতায় জেগে ওঠে হৃদয়ের উচ্চতা
আজীবন বেঁচে থাকা রজনীর উন্নতশীরে দেখেছি আগামীর ভয়ঙ্কর প্রভাত তবুও মানুষ বদলায়নি
বদলে গেছে সমাজ।
হাড়ের টুকরো নক্ষত্র ক্ষয়ে গিয়ে ঝরে পড়ে মাটিতে।


নতুন জন্ম হয়েছে কবিতার
রোদে পোড়া দুপুরে অস্তিত্ব লিখে
কি ছিল বেশান্তনীলে সবে ফোঁটা নতুন ফুলের পাপড়ির আকাশের প্রতিবিম্বের জীবন
এনিয়েই আস্ত একটি সমাজ গড়ে উঠেছে পৃথিবীর বুকে।।


© Copyright Reserved
      Abhijit Halder
        10.01.2024