সময় ফুরিয়ে যায় জীবন থেকে
রক্তের চাপ কমে - শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে ভগ্নদশা প্রখর হয়।
পথের ধারে দাঁড়িয়ে থাকা গাছেদের জীর্ণতা বাড়ে।
রক্তের বিনিময়ে শুকিয়ে যায় শিরা উপশিরা
নদীর মতো জীবনদশা আসে
পাখিদের ডানার রোদে কিংবা বৃষ্টির ঝাঁপটায় সময় শেষ হয়।
অজস্র স্বপ্ন চোখে থাকে আবার চোখেই শেষ হয়
মানুষ মানুষকে এড়িয়ে চলে
পথের বাঁকে বাঁকে পড়ে থাকে স্মৃতিচিহ্নের প্রখরতা
আর কিছু পাল্টে যাওয়া জীবনের অধ্যায়ের পাতায় উঠে আসে নামহীন বেরঙীন শেষ অধ্যায়।