পথের ধুলো মেখে উড়ে যায় ধূসর পাখি
গাছের পাতার রঙ খসলে বেরঙীন হয়
জীবনের জন্য সমস্ত চাওয়া পাওয়া
পুরোটাই মানুষের।
দুর্দান্ত দুপুরের নিমন্ত্রণে পাতে ভাত থাকে না
কয়েকটি পোড়া শুকনো রুটির আয়োজন
তবুও জানিনা কোথা থেকে ক্ষুধার্ত একটি কুকুর একদৃষ্টিতে তাকিয়ে আছে
পারি না মুখে তুলতে, তাঁর দিকে একটি পোড়া শুকনো রুটি এগিয়ে দিতেই সে শুঁকে চলে গেল
আমি ভাবলাম দোষটা কোথায়!
কিন্তু নীরব হাহাকার যেমন কোথাও লুকিয়ে ছিল
হয়তো দুয়ারে আসা সেই কুকুরটির ভিতরে নতুবা আমার ভিতরে , কিন্তু জানা হলো না আসল কারণটি কি ছিল !