একটি দিনের কাছে অজস্র জন্ম প্রতিজ্ঞা
আলোর উৎসব পথে পথে
শূন্যতার ভিতর শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে আছে
বেহিসেবী পাখিদের ডানায় ভর করে অভিনয় মানুষের।
শহরের পথে পথে রঙমিছিলের উস্কানি
দিনের শহর বাড়ে রাতের শহর বাড়ে একতার পদার্পণে।


রাতের জোনাকিরা কবিতার পথে পথে পাথরের ফুল ফোটার অপেক্ষায় থাকে
গোলাপের সুরভী উষ্ণ প্রহরের বিলীন হয় সুরঞ্জনা
তুমি তা জানো -- এভাবেই অজস্র পথ পার করে
পৃথিবীর পথে আলো জ্বালিয়েছো তুমি।
ঘাসেদের শীতলতা থাকে আছে জীবনের বদনামে
প্রেম মুছে যায় আগুনের সূচনালগ্নে।


সুরঞ্জনা তুমি দূরে গেছো বেদনার সংস্পর্শে
ঝরে যাওয়া ফুলের সুবাসে মৃত কীটের জীবাশ্মে প্রাণের আয়ু বাড়ে
দীর্ঘদিন রাতের শহরে নিস্তব্ধতায় সুপার ফাস্ট ট্রেনগুলো চলে যায় শহর ছাড়িয়ে অন্য শহরের পথে
সুরঞ্জনা এই ব্যস্ত শহরের রাতের ল্যাম্পপোস্টগুলো জানে আমাদের পাশ কাটিয়ে চলে যাওয়া।


মৃত নগরীর রাজপথে হেঁটে চলে যাও তুমি
সেখানেও প্রাণের আলো জ্বালিয়ে এক অপরূপ সৌন্দর্যের চিহ্ন এঁকে দেও সুরঞ্জনা।
আমাদের জীবন কংক্রিটের মতো ভাঙচুরে ছন্নছাড়া হয় আজীবন থেকে আজীবন।।


© Copyright Reserved
       Abhijit Halder
         17.01.2024