সাগরের গভীরতা অন্ধকার স্বর্গের মতো
আমরা মানুষের জন্য বাঁচি
কিন্তু সেই মানুষ মানুষকেই অবহেলা জানায়
আর এক সময় মৃত্যুর মুখে ঠেলে দেয়।


একটি কবিতা নীলচে দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়
নিদ্রাহীন চোখে রাতের কবিতা জেগে থাকে রাত্রির প্রেম
ফুলের পাপড়ির ভালোবাসা ফুরিয়ে যায়
জীবন বদলায় মানুষ বদলায়
শহরের পথে পথে শূন্যতার বৃষ্টি আসে
পৃথিবীর সমস্ত শূন্যতা ভালোবাসার ভিতর বেড়ে ওঠে
অজস্র শতাব্দীর ইতিহাস পেতে দাসত্বের আগুনে দগ্ধ হয়ে গেছে একশো কোটি মানুষের সতেজ হৃদপিন্ড
আকাশে মেঘগুলো যুদ্ধের ময়দানে হেরে যায় ঘাসের আতঙ্কে।
আহত শামুকের খোলকের রোদে বাঁচতে চেয়েছে দীর্ঘদিন অব্যবহৃত হাতের হিমোগ্লোবিন
আর একসময় তা শব্দহীন অক্সিজেনের সাথে মিশে গিয়ে মেঘেদের যুদ্ধে জড়িয়ে পড়ে বিন্দু বিন্দু ভালোবাসার ঘাসে।


রাতের পর রাত পেরিয়ে - মানুষ মানুষের কথা রাখে না
তিহীন পরাজয়ের মরুভূমিতে দারস্থের অগ্নিসংযোগ লেগে গেছে সাইটোপ্লাজমের ভগ্নদশার জীহন্ত্বের রেখাপাতে
কিন্তু নীরব বসন্তের ভালোবাসাকে খুঁজতে একশো অতিথি পাখি উড়ে গেছে মানুষের পোষা খাঁচা থেকে।।


©Copyright Reserved
   Abhijit Halder
   18.01.2024