আমাদের পথ চলা দীর্ঘ জীবনের চেয়েও ঢের বেশি
দীর্ঘ উপলব্ধির শিরাতে আগামীর পথ চলা
মনের গভীরে ঢুকে গেছে বিষাক্ত রাসায়নিক পদার্থ
নীল উপসাগরের নক্ষত্র পতনে
কেউ কারো নেই - জয় পরাজয়ের পর শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র।


জন্ম থেকে জন্ম
হিসেবের অস্তিত্বে বিশ্বাস নেই
চিরস্থায়ী চোখে রাতের কবিতা জেগে ওঠে নিস্তব্ধ।


সাদা কাগজের ভিতর শেষের চিহ্ন
শহর বদলানোর পর শহরের পথে পথে হতাশা নামে
কালো অন্ধকারে ঢেকে যায় গোটা শহর
তারপর কোনো নামহীন প্রেমিক প্রেমিকারা এই শহর দিয়েই হেঁটে যায় বেজন্ম বেদনায়।
ছেড়ে যাওয়ার চিহ্নে বিবেক শুকিয়ে যায়
শিরা উপশিরায় জমে শুধু আগামী শপথের বিপ্লব।
নয়নের জল একসময় বিলীন হয় সুরঞ্জনা উপমা দিয়ে
কবিরা আলো দেখায় আবার নতুনের জন্য শেষ হয় স্বপ্নের মুহূর্ত।
ঠিকানার ভিতর অস্থায়ী ভালোবাসা জমে
তারপর একসময় পথ ভুলে হারিয়ে যায়।।


© Copyright Reserved
     Abhijit Halder
      02.02.2024