দীর্ঘ বিরতির পর আবারো ফিরে এলো রাতের তারা
তাপমাত্রা হৃদয়ে আঁকেনি কেউ চিরপ্রতিদ্বন্দ্বী প্রেম
গাছের প্রেম পাখির প্রেম ঝাপসা চোখে দেখেনি মানুষ
চোখের মায়া কেটে গেলে পড়ে থাকে পূর্বপুরুষের ছাই
শেষনিঃশ্বাস ত্যাগ করলে পড়ে থাকে নিঃসাড় শূন্য দেহ।


যোগে যোগে কেটে যায় দিন রাত্রির দাবদাহ
চৈত্রের বাতাসে ভেসে যায় হৃদয়ের অপমৃত্যুয় সংবাদ।
অনেক কাল তোমাদের শহরে বৃষ্টি আসে না
আমার শহরে অনাবৃষ্টি প্রতিনিয়ত
চোখের ভেজা পাতায় জেগে থাকা চঞ্চল কীটের খেলা শেষ হয়।
বসন্তের ফুলের হাসিতে মায়া জাগে প্রেমিক পুরুষের হৃদয়
হাত পাতলে শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে কেটে যায়।


কালো অন্ধকারে ঢেকে যায় গোটা শহর
আর সেই শহরের একমাত্র পাগল দার্শনিক হয়ে ঘুরে বেড়ায় পুরানো কবিতার পাতার রঙে বারুদের গন্ধে।
           বিষাক্ত যুদ্ধ
           আগুনের যুদ্ধ
তবুও যে যুদ্ধ মানুষের জন্য সেযুদ্ধে মানুষ মানুষের জন্য ভালোবাসা রাখে না।
চিরকাল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে রক্তের নদী বয়ে
একসময় শুকিয়ে কাঠ চেরা হয়ে যায় অন্যায়ের চেয়েও তীব্র অসুখে অযতনে।।


© Copyright Reserved
     Abhijit Halder
     04.02.2024