হারিয়ে গেছে অনেক রাত
ল্যাম্পপোস্টের নীচে কেটেছে বহু প্রহর।
বারুদের গন্ধ আর বাতাসের ঘ্রাণ মিলেমিশে আমাকে করেছে অশান্ত।
আমি যুবক নাগরিক গ্রেপ্তার চোখে অন্ধকার নামে চিরন্তন।
ঘাসের আতঙ্কে দিন কেটে যায় বেরঙীন
বিরহের ভিতরেও কবিতার জন্ম
চারদিকেই এই কবিতার পটভূমি।


আকাশের চত্বরে ফুলের রাত কেটেছে সংকটে
পাখি যাপনের জন্য সমস্ত ত্যাগ মুছে যায় মানুষের অস্তিত্ব থেকে
অগ্নি শপথের পথে এগিয়ে যাওয়া মানুষ হিসেবে আর বিপ্লব আসে না সরল হৃদয়ে
প্রশ্নচিহ্ন থেকে যায় তবুও অজান্তে অনটনের ভিতর।


হারিয়ে যাওয়া জোনাকির ডানা ভেঙে যায় ভয়ঙ্করের ভালোবাসা পুষতে গিয়ে
মানুষ মানুষকে চিনতে পেরে অনেক সময় ভুলে যায় সময়ের পরিহাসে।
বনশ্রীর সেই বিদঘুটে দিনগুলো মনে হয় ফিরে এসেছে আদিম মানুষের পায়ের নাগালে খাদ্য সংগ্রহ আর আবিষ্কার এখনও চলছে অজানা সভ্যতার ইতিহাসে।


© Copyright Reserved
      Abhijit Halder
      06.02.2024