গাছেদের হলুদ পাতা ঝরে গেলে অবশিষ্ট থাকে শুধু জীর্ণ ডালপালা
শিকড়ের সন্ধানে মাটির আকর্ষণে জল আছে
প্রেমের টানে যেমন প্রেমিক হারায় ঘর -- তেমন।
আমি বিরহের সমুদ্রের ভিতর ভয়ঙ্কর প্রভাতের সূর্য উঠতে দেখি বিশাল বিশাল পাহাড়ের গা ঘেঁষে।


মাঠে মাঠে দেখি হয়তো হারিয়ে যাওয়া কোনো মানুষের হাল বলদ
মনে হয় এই পৃথিবীর সাফল্যের পথ কঠিন
আবার মনে হয় একনিষ্ঠ চেষ্টা ও ধৈর্য থাকলে সবই সম্ভব।


পায়ে পায়ে এগিয়ে যাওয়ার প্রেরণা মানুষের হৃদয়ে থাকে
পশ্চিমি সভ্যতা ফিরে আসে রজনীর নিস্তব্ধতায় বুকে
ফুলের ভিতর ফুল শুকিয়ে পচে যায় সুন্দর মন।
তোমরা যাকে এগিয়ে দিয়েছো সাফল্যের উচ্চ শিখরে
তারা মানুষের অবদান ভুলে এখন আসল মানুষকেই এড়িয়ে চলে।


মনে হয় জীবনের সমস্ত বসন্ত পার করে এসেছে পথের ধারে দাঁড়িয়ে থাকা জীর্ণ গাছগুলো
তাঁদের হৃদয়েও ব্যথা আছে নীরবে ঝরে যায় তাঁদের বিলীন চোখের জল।
মুহূর্তগুলো কেটে যায় বেরঙীন বন্দী জীবন হয়ে
গাছেদের হলুদ পাতা রঙে আমি মিশে যায় কোনো নামহীন এক প্রভাতের ভিড়ে।।


© Copyright Reserved
     Abhijit Halder
   09.02.2024