দাঁড়িয়ে আছি চিরকাল অব্যর্থ পথের মোড়ে
স্বপ্নের চোখে দেখছি তোমাকে
এই অপলক প্রেমের সম্পর্ক ছিন্ন করে
চলে যেতে হবে বহুদূরে - যেখানে কোনো রাজহংসী তাঁর পালকে শীতের রোদ শুষে নেয় সেখানে।


আগের মতোই শূন্যতা এ বুক অবচেতন
মরুভূমির মরীচিকার পেছনে ছুটে এসেছি চিরকাল
ভেঙে যাওয়া চোখের বালি মানুষের হৃদপিন্ডের সমান।
চিরস্থায়ী বলতে কিছু নেই - বাকী আছে অনেক কিছু
যা অমরত্বের প্রত্যাশা নেই কিছু
এই নশ্বর প্রেমহীন চিরটাই অমলীন জ্যোৎস্না রাতের মর্ম।


কোনো এক বারুদের পাহাড়ে দাঁড়িয়ে
অচেনা যুদ্ধের সংকল্প অদ্ভুত সুন্দর কিংবা ভয়ঙ্কর মৃত প্রভাতের সূর্য ডোবা অতীত।
দাঁড়িয়ে থাকা জীর্ণ গাছগুলো পাতাহীন নির্মল।
ব্যর্থতার ভিতর মেঘেদের পরিচয়
ভুলের চোরাবালিতে হারিয়ে যাওয়া নেমন্তন্ন আগামী আগুনে জ্বলে দহনের চিহ্ন বিলীন হওয়া নীলচে নিলীমায় পারাপার।


কেউ নেই
কেউ নেই
পৃথিবীর সবচেয়ে নিদারুণ নিদ্রাহীন মানুষের চোখে নদীর মতো জীবনদশা আর প্রভাতফেরি দিনবাহার অচিন্ত্য নাগরিক।


© Copyright Reserved
      Abhijit Halder
       13.02.2024