কবিতা পুড়ে গেছে
আমি সময়ের কাছে ঋণী - হৃদয়ের ভিতর দাবানলের দহন
চোখের দৃষ্টি বিষ প্রয়োগ।
ভয়ঙ্কর দাবদাহে পুড়ে গেছে আমাদের ঘরের ঘড়ের চাল- তুমি খোঁজ রাখোনি!
পোষা পাখি দীর্ঘদিন খাঁচায় বন্দী করে রাখা যায় না
সেও মুক্তি পেতে চাই খোলা আকাশে স্বাধীনভাবে উড়তে চাই
আমি পারিনা মানুষের বাড়ি থেকে সমস্ত বন্দী পাখিদের মুক্তি দিতে
আমি চাতকের মতো বসে থাকি জলের আশায়।
কবিতা পুড়ে ছাই হয়ে গেছে একশো শতাংশ খাঁটি
কথার ভিড়ে কেউ মরেনি!
মরেছে অভিযোগে কিংবা দূরত্বের অভিযানে।
আমি গ্রেপ্তার হওয়া আসামীর চেয়েছি তীব্র নিন্দার
কেননা আমার ঘর নেই - চালচুলোহীন আমার আশ্রয়।


প্রতিটি বিষণ্ণতার গভীরে অবহেলার চিহ্ন থাকে
যেমনভাবে হারিয়ে যায় আমি অথবা তুমি
তেমনভাবে হারিয়ে যায় ভালোবাসা।
আমি দীর্ঘজীবী উদ্ভিদের পাতায় রাত জেগেছি
আর কবিতা পুড়িয়েছি অবমাননায়।
পাখি পোষার চেয়ে যাযাবরের জীবন অধিক শ্রেয়
তাই আমি যাযাবর হয়েছি চাতকের যাতনায়।।


© Copyright Reserved
     Abhijit Halder
      20.02.2024