শেষ বিকেলে যে মেয়েটি নিখোঁজ হয়েছিল
সে আর ঘরে ফিরে আসতে পারেনি
অসম্ভব মনোবেদনা নিয়ে।
গোধূলি বেলায় পশ্চিম আকাশের গায়ে অসংখ্য রঙের বাহার
চোখ ফিরিয়ে নীলাম হয়েছে সন্ধ্যার ছায়া
কেউ হস্তক্ষেপ করেনি তাতে করুণার ছলে।


এই সব অদ্ভুত রাত্রির কাছে কষ্ট জমিয়ে রাখা উচিত নয়
মানুষ তা শব্দহীন চেতনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বুঝতে শিখেছে।
আমরা টের পায় ঘুমের ভিতর কারা যেন মানুষকে তিলে তিলে মারতে চাই
না কোনো দুষ্ট আত্মা বা অশুভ কোনো কিছু নয়
তবে কি স্বপ্নই মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষকে তিলে তিলে মারতে চাই !!
দিনের পর দিন কেটে যায় বেরঙীন বন্দী দশা
যে মেয়েটি নিখোঁজ হয়েছে শেষ বিকেলে সে মেয়েটি ঘরে ফিরে আসতে পারেনি উন্নত চেতনার ভিড়ে রঙ হারিয়ে চটে যাওয়ার হিয়ার মফস্বলে।


এই অদ্ভুত চোখ ভিজে যায় শরীরের বিষে
ভরা নদীর তীরে বসে বসে কেটে যায় অজস্র হিসেব নিকেষ
তবুও পেছনে ফিরতে চাইলে আর কিছুই অবশিষ্ট থাকে না
পড়ে থাকে স্মৃতিচিহ্নের পোড়া ছাই আর কিছু বিলীন হয়ে যাওয়ার শেষ চিহ্ন শেষ শব্দ।


© Copyright Reserved
       Abhijit Halder
        23.02.2024