একটা হলুদ পাতা জলের উপর ভাসতে ভাসতে অবশেষে ডুবে গেল
আমি টের পেলাম এইসমস্ত বেদনা আর স্বচ্ছতা একান্ত আপন।
এখানে সমাহিত সমাধি প্রিয়র
আমি আর আসিনা এখানে কারণ তোমার চোখে জল
হৃদয়ের নালী বেয়ে গড়িয়ে নামতে থাকে বিরোহিত সমস্ত আক্ষেপ ও রাগ।


কেন্ আসি এখানে!!
তোমার অসুখ আমার বিমুখ অসহায়ত্বের বিক্ষেপ নতুন করে ভাসে এখানে কোনো নদী কিংবা সাগরের উপরে ভাসে যেমন পাতা---
না কোনো নদী কিংবা সাগর নেই এখানে
মৃত চোখে রাতের নিস্তব্ধতা এসে তোমাকে ঘুম পাড়িয়ে যায় মাটির ভিতর
আর আমার চোখে ঘুম থাকে না ঘুমন্ত পাহারার।


কত পাখি উড়ে যায় এখানে এসে
তবুও হিসেব থাকে না চঞ্চল নয়নের অশ্রু কতটা মাটি ভিজিয়ে তোমার ঘুম ভাঙাতে এসেছিল
পারেনি না না পারেনি
আমি প্রতিনিয়ত এখানে আসি প্রিয়
তুমি বারণ করার পরও এখানে কোনো নদী কিংবা সাগর বয়ে আসে না
আসি শুধু আমি প্রিয়- তোমার সমাহিত সমাধির দিন সপ্তাহ মাস বছর যুগ শতাব্দী হিসেব লিখতে ।।



© Copyright Reserved
       Abhijit Halder
       24.02.2024