স্বাধীনতা আসেনি দুচোখে
আঁধার ভরা দুর্যোগ আসে জীবনে
এক অজানা ঝড় এসে জীবনকে তছনছ করে দেয়
সমস্তকিছুই মুছে দেয়।
নিদ্রাহীন চোখে রাতের পর রাত পেরিয়ে এইসব কবিতা।
আমার সম্পূর্ণ হৃদয়ের গভীরে ডুবে যায় নীলনদের সমস্ত নীল জল
জোছনার ছায়ার পথ ধরে এগিয়ে চলেছি বহুদূর
মানুষের নাগালের বাইরে।
রাতদিন এই পৃথিবীর সাফল্যের পর বিরোহিত স্মৃতি জমা হয় অনাহারী সংকটে। আমি জানিনা জীবনের অন্ধকারে ডুবে আছে কি ?
জানিনা ছায়ার ভিতর প্রতিচ্ছায়া হয়ে কারা দাঁড়িয়ে আছে!
আমি জানি এই বেঁচে থাকার চেয়ে বড় উপলব্ধি কোনো কিছুতেই নেই
সামুদ্রের ঢেউ এর ভিতর এই বেহিসেবী জন্মের অস্তিত্ব মিলে মিশে আছে।
কোনো ক্ষোভ নেই এই শূন্য হৃদয়ের নৈরশ্য অবচেতনার নামডাকে।
শূন্যতার সাহারায় ডুবে যায় কত অজানা যাযাবর
তাঁদের পরিচয় থাকে না কোনো অতুল্য।
অনেক স্বপ্ন বাকী থাকে মানুষের জীবনে
বিষাদের মেঘে বৃষ্টি আসে জীর্ণতাকে ধুয়ে দিতে।
তবুও স্বাধীনতা আসেনি দুচোখে
আঁধার ভরা দুর্যোগ আসে চলার পথে
দাঁড়িয়ে থাকা এইসব সময়ের মধ্যে আমি হারিয়ে যায় পৃথিবীর মানচিত্র জ্বালিয়ে।।


© Copyright Reserved
     Abhijit Halder
      26.02.2024