রাত্রির নিকটে চেয়েছি অন্ধকার
পথের সন্ধানে আগামী ব্যর্থতা
কিছু নেই দুচোখে শুধুই বিরহ জীবিত।
বাঁচার জন্য সমস্তকিছু
বাঁচার জন্য এমন অনুভব।


হৃদয়ের টুকরো দিয়ে খুঁজেছি সভ্যতা
বিষণ্ণতার সমুদ্র জোয়ার
বিদ্রোহের আগুনে পুড়ে ছাই হয়েছে দেহ
কেউ নেই ভালোবাসতে !
কেউ ভালোবাসার থাকে না।
আগুনের পৃথিবীতে পুড়ে ছাই হয় সমস্তকিছু
বাঁচার জন্য সমস্তকিছুই চাওয়া পাওয়া
তবুও মানুষ থাকে না পাশে
একাকী নীরবে বয়ে যায় সময়।


ভাগ্যের হাতে কোনোকিছু তুলে দিতে নেই
তুলে দিলেই বিপদ।
আকাশের চত্বরে মেঘেদের পরিচয় খসে যায় স্বপ্নের চেয়েও ভীষণ কঠিন, রঙের চোখে রঙের বাহার মিলে মিশে একাকার হয়
জানিনা জীবন কেমন , জীবন জীবনের মতো অসহায় আবার অমরত্ব ভালোলাগা।


রাত্রির নিকটে চেয়েছি অন্ধকার
ফসলের ঘ্রাণ আর রোদ্দুরের ছন্নছাড়া
পথিক হৃদয়ে চেয়েছি অন্যকিছু
যা পাওয়ার নয় তা পায়নি কখনোই
আর যা পাওয়ার তা পেয়েছি দুহাত ভরে।।



© Copyright Reserved
     Abhijit Halder
     04.03.2024