বিরহে বেঁচে আছি
বছরের পর বছর একসাথে তারাদের নিহন্নারাধনায়
নিস্তেজ পতঙ্গের জ্বালাতনে কিছু নেই দুচোখে
শুধু শুধু চিন্তা বাড়ে চিন্তা আছে চিন্তা থাকবে।
কঠিন থেকে কঠিনতর এ জীবন।
জীবনের লেনা দেনা মেলাতে পারিনা পৃথিবীর সাথে
হা-হুতাশ ভরা এ জীবন।


কংক্রিটের সভ্যতার ভিতর দাঁড়িয়ে আছি চিরকাল অব্যর্থ হৃদপিন্ড দেওয়ালের মানচিত্রে ঝুলিয়ে
জানিনা জাতীয়তাবাদী নিয়মনীতি
জানিনা প্রেমিক-প্রেমিকার সৌভ্রাতৃত্ব
সমাজের চোখে ছটফট একান্ত অনুরাগ
পথ চলার জন্য এ জীবন।