আমাদের পরিচয় নেই
ভালোবাসার পথ নেই একান্ত
জীবিত ব্যক্তি প্রেম খোঁজে না
মৃত ব্যক্তি প্রেম খোঁজে জ্বলে যাওয়া হৃদপিন্ডে।
আমরা এক মিথ্যা মায়াতে আবদ্ধ কখনো হাসিখুশী আবার কখনো নিষ্ফলা রোদ্দুরের মতো।


আকাশের পথে অজস্র নাম না জানা পাখি উড়ে যায়
কিন্ত তার সঠিক ঠিকানা থাকে না
মানুষের স্থায়ী ঠিকানা একসময় বিলীন হয়ে পড়ে থাকে শেষ একটুকরো অস্তিত্বের লেশ।
পথে পথে ঘুরে ঘুরে দিন চলে যায় আমাদের
ভবঘুরে পথিকের জীবন আমাদের তাৎপর্যহীন
মরুভূমির মরীচিকার পেছনে ছুটি অবিরত স্বপ্নজয়ের আশায়
কিন্ত কখনও জানা হয়নি জীবীত স্বপ্নগুলো সব মরুভূমির দহনে জ্বলে পুড়ে দাবানলের ছাপ হয়েছে নিমেষে।
তবুও মানুষের হৃদয়ে মায়া থাকে
টিকে থাকার স্বাদ থাকে কিন্তু বুকের ভিতর যে চঞ্চল পাখি বাস করে সে থাকতে চাই না অজস্র বছর !!
বুকের ভিতর অসংখ্য বাসনা পুষে একসময় হারিয়ে যেতে হয় পৃথিবী থেকে
এটাই সবচেয়ে চিরসত্য আর ভালোবাসার পথ
যে পথে থাকে না কোনো দুঃখ কিংবা না পাওয়ায় বেদনা।।


© Copyright Reserved
       Abhijit Halder
      27.12.2023