নিসর্গ রাত্রির বুকে জড়িয়ে আছে সংশয়
কোথাও শুকনো পাতা ঝরার নীতি বদলায় মানুষের সম্মুখে কিংবা ভিড়ে
আমি জাহাজের নাবিক হয়ে
খুঁজে যায় পুরানো ইতিহাসকে।


নাম না জানা কত পাখি উড়ে চলে আকাশে
তাঁদের ও অনেক শিরোনাম লেখা কাগজে কলমে।


এখানে মানুষের চামড়ার মানচিত্রে
পাথরের টুকরো টুকরো সম্মুচিন
সমস্ত নির্লিপ্ত কীটের জমিতে ট্রাক্টর চালিয়ে
নিস্তব্ধ সমাধির চত্বরে নীল প্রাচীর নির্মিত হয়েছে।