পুরোনো দিনের জীর্ণ পাতা ঝরে,
নতুন কিরণ দিগন্তে আজ ভরে।
এসো হে বাঙালি, মেলো আঁখি দুটি,
নববর্ষের প্রভাতে জাগো উঠি।
বাতাসে বাজে আগমনী সুর,
নব উল্লাসে মন ভরপুর।
পথে ঘাটে মেলা বসেছে আজ,
আনন্দধারা বহে নিরবধি, লাজ।
হৃদয়ে বাজে নতুন আশা গান,
মুছে যাক সব মলিন গ্লানি, অভিমান।
বৈশাখের এই প্রথম আলোয় স্নান,
জীবন হোক আবার নবীন প্রাণ।
হলুদ শাড়ি, পাঞ্জাবি রঙিন বেশ,
শিশুদের মুখে হাসি অফুরান রেশ।
মিষ্টিমুখ আর শুভেচ্ছা বিনিময়,
নতুন বছরে সব বাঁধন জয়।
কৃষকের মুখে ফোটে হাসির রেখা,
নতুন ফসলের স্বপ্নে বিভোর একা।
প্রকৃতি সেজেছে নতুন রূপে আজ,
যেন নবজীবনের ঐকতান সাঁজ।
এসো মিলি সবে একসাথে আজ,
গাই নববর্ষের জয়গান, করি সাজ।
শান্তি আর সমৃদ্ধি ভরে দিক ধরা,
এই হোক আজি নুতন দিনের চাওয়া।।