পৃথিবীর কাল্পনিক মেরুদন্ড বেয়ে
লিপ্ত হয়েছি স্থায়ী চক্ষু কৌণিক দূরত্বে।
ক্লান্তিহীন রজনীর দুর্বল চরিত্রে নিরক্ষর মানুষ
বদনাম বেদনার রঙ ক্ষয়ে যায় পাহাড় সমান
কেউ খোঁজ রাখেনি বহুকাল !
হুবহু হৃদয়ের শব্দের মতো পরিশ্রম।


গাছের পাতা হলুদ হয় কখনও ঝরে যায়
গাছেদের স্থান পরিবর্তনের জায়গা থাকে না !
যদি এমনটা হতো পৃথিবীর আকাশে বসবাস
তবে পাখির ডানায় রাজপ্রাসাদ গড়ে পাড়ি দিতাম
নীল মেঘের দেশে।


কবিতার নিরুদ্দেশ অক্ষরে অক্ষরে আউলিয়া শাসন
আগ্রাসন করে দেশ থেকে দেশ।
আগ্নেয়গিরির রাজমুকুট পূজার থালায় নষ্ট হয়
কোনো ব্যস্ততা নেই
ব্যস্ততা নেই বলেই এখন কবিতা নিরুদ্দেশ।।