বিচ্ছেদের কবিতা লেখা সহজ নয় !
এ তো সেরকম কবিতা নয়
যেখানে পাহাড়, নদী, মরু এমনকি আকাশ
কোনো কিছুই নেই ! আর তা থাকতেও পারে না। এ এক অন্য জগতের কবিতা
প্রতিটি নিঃশ্বাসের বীজ পুতে সসম্মানে ফিরে আসা যায় না
আর ফিরে আসা যায় না বলেই সমস্ত পরাজয়।



যে ফুলগুলো দেবতার চরণ ছুঁয়েও একসময় ছোঁয় মৃতের বুক
দীর্ঘ রজনী পেরিয়ে গেলেও নামের সঙ্গে বেনাম মিশে যায়
আর উবে যায় উড়ন্ত বাজি।



নিষিদ্ধ অরণ্যে আমার প্রতিনিয়ত যাওয়া আসা ছায়ার গভীরে ঘুম নিশ্চিত জেনেও দৃঢ় সংকল্প হৃদয়ে
লিখে যায় অ্যাকুলতার ভাষা
আসেনি কেউ - অত্যন্ত ভেজা চোখ
নির্লিপ্ত কীটের ঘর ভেঙে যায়।



কালো পাহাড়ের গায়ে গায়ে অজস্র লেখা কিছুটা স্পষ্ট আর কিছুটা অস্পষ্ট
তাড়াহুড়ো নেই গন্তব্য এসে গেছে মানুষের পথে আর কিছুটা কিংবা আরো কিছুটা বাকী
স্তম্ভিত করে দেয় অচল পয়সা একচিলতে বিষন্ন  জ্বর।।