পাখিদের একটি পালক দিয়ে
দোয়াতের কালি নিয়ে
অতীতে হারিয়ে যাওয়া।
হাজারো কবিতাগুলো
আজ যখন লিখছি বসে
আমার চোখের স্বপ্ন'গুলো
জাগিয়ে তুলছে কবিতার লাইনগুলো
চৈত্র মাসের দুপুর বেলা।
বাবুই পাখি বাসা বানায়
হাজার বেদনা সহ্য করে-
একফোঁটা জলের খোঁজে
চলে যায় দূর থেকে বহুদূরে।
হঠাৎ করে ঝড়ে
একটা পালক উড়ে এসে
আমার টেবিলের এককোণে রাখা
ডায়রির উপরে পড়েছে।
আমি ঘুম থেকে জেগে উঠে দেখি
একটি রঙিন পালক
আমার কবিতার অসম্পূর্ণ লাইনগুলো
পূরণ করে ফেলেছে।।


     ০৫/০৫/২০২০