পথ শেষ হয়ে যাওয়ার পথে
হারিয়েছি কত মেঘ
চোখের জানালার ফাঁকে ফাঁকে আঙ্গুল দিয়ে দেখিয়ে
নিরাশার অন্ধকার গুলো।
কারা যেন সিগারেটের ধোঁয়ায় এঁকেছে পৃথিবীর মানচিত্র
ভালোবাসার সংযোগ বিচ্ছিন্ন করে রাখা প্রেম
কার হাতে দিয়েছি তুলে?
আমি নব প্রেমের সম্পর্ক গড়ে
শরীরের পাঁজরের হাড়ে চিড় ধরিয়েছি
বিষণ্নতার প্রহরে।
ভালোবাসা কতটুকু ছিল
দেবতাদের চরণধূলি ছুঁয়ে
আমি কি ভালোবাসা চিরসত্য জেনেছি
সেই মেয়েটিকে আজও কেনো ভুলিনি!!
পথের পর অনেক পথ শেষ হয়
নেই অধিকার নীল তারার।