কপালের বিস্তৃত পথ হতে
ক্ষুদ্র শব্দের আন্দোলন জ্যামিতিক সূত্রে
দফায় দফায় নবপল্লবের ডালে
বসন্তের আগমন নির্লিপ্ত প্রহরে।


করুণাহীন মনের সিন্ধু নির্ভীক যাতনা
পথ নেই কর্মহীন নিষিক্ত চোখ
সুসজ্জিত পৃথিবীর মানচিত্রে বন্যা আনে
সূর্যাস্ত শিক্ষার অভাবে।


সমুদ্র নদীর বালুময় তীর
উল্লাসের পতন বাষ্পচালিত জাহাজে প্রেরণ করে
দূর দেশে পাঠিয়ে দিই
পরিস্ফুট হৃদয়কে স্বয়ংবর করে।


ক্ষয়িষ্ণু রাষ্ট্রের আর্তনাদে নিলামী পথ
নিরর্থক নির্জন সমস্তটাই অভাব শপথে
ক্রোধ নেই ক্লান্ত ভীরু চিরস্থায়ী আঘাত
স্রোতের মতো বয়ে চলে।।


তারিখ- ৪ঠা মার্চ ২০২৩