আমি পথে প্রান্তরে রয়ে যাই
সকলের অবহেলায় আঘাতে বঞ্চনায়।
কেনোই বা দিনে দিনে বেড়ে উঠি
সমাজের জনসমুদ্রে?
কেনোই বা ভালোবাসা জানালাম না তাঁকে
কেনোই বা আপন মনে লিখে চলি প্রেমের উপন্যাস?
চলন্ত রেলগাড়ির জানালার ধারে বসে
প্রকৃতির কোলাহল নির্জনে একাকি ঢাবি।
সজিনার ফুল ঝরে গেল উষ্ণ চৈত্রের আগুনে
বুকের ভেতরে আগ্নেয়গিরি লাভা প্রবহমান
নদীর কুল কিনারা খুঁজে বৃথা হয়েছি বারে বারে।