পথে পথে মন চলে আঁকেবাঁকে
জীবন নামক নৌকায় করে পাড়ি দিই অজানা দূর দেশে।
আজ ভালোবাসা হয়েছে পরাধীন
তোমরা দেখো হাসাহাসি করো কুঞ্জন গাও আড়ালে
তবুও আমার কোনো দুঃখ নেই হৃদয়ের গভীরে।


মনে পড়ে সেই বাতাবি লেবুর সুগন্ধি রাতের কথা
চাঁদের ফালি রাস্তা দিয়ে আমাদের চলার পথ তৈরি হয়েছিল জোনাকি পূর্ণিমা প্রহর দিয়ে।
মনে মনে বললাম সকলকে যে ভালো রেখো প্রভু
এই অভাবেই সরসারে কিছুই প্রমাণ করা যায় না!!