ফিলোসফির বয়স এখন ষাট।
রোজগার জীবনে মৃতের মতো প্রাসাদ --


রাসায়নিক সংকেতের তুলনা নেই জীবনে
রৌদ্র পোশাকের ডাক নাম ফিলোসফিবাদ
পৃথিবীর দ্বিখন্ডিত চোখে রাত নামে
গর্জে ওঠা শাসনের বিরুদ্ধে ভাগিয়ে দেয়
একহাজার খুনের হত্যাকারী'কে --
এর নাম ফিলোসফি এখন রাজনীতিবাদ।
আমি স্বর্গের পথ খুঁজে এসে ব্যক্তিগত নিঃশ্বাস ছাড়ি
নস্টালজিক আদালতে আত্মহত্যাকে স্থগিত রেখে।


এক সমুদ্রজন্মে পৃথিবীর বুকে আমূল পরিবর্তন ঘটিয়ে
বিষাদের আঙুলে কয়েকটি বিশ্বযুদ্ধ বিমূর্ত করে
যে আগুন জ্বলে উঠেছিল মানুষের ঘরে ঘরে
সে আগুনের সমাপ্তি ঘটায় সূর্যপোড়া পোস্টমর্টেমে।


ফিলোসফির বয়স এখন ষাট।
নিগূঢ় নিংড়ানো আর্তনাদে নিখোঁজ এখন সব রাত।।