ফুলের নাম রাখা হয় ফুল
পাথরের টুকরোর নামও পাথর।
এখানে কেউ আসেনা দুঃখ পেতে
পথের পথিক তুষের আগুন বুকের ভিতর জ্বলে।
চোখের গহ্বরে একটি প্রেম বৃক্ষ জন্ম নিয়েছে ভালোবাসার অভাবে - একটি নতুন প্রজাতির হলুদ পাখির দলের মতো যার আত্মার বিতৃষ্ণা সম্বন্ধ।


কাকে দেখাবো মনের দুঃখ!
কেউ চলার পথে মৃত প্রেমিকের কাঁটার কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রাখে --
হোঁচট খেয়ে হয়তো পড়ে গেলে মৃত্যু অনিবার্য
যে মৃত্যুর নাম হতে পারে এলিয়ট গ্রেপ্তার।