পৃথিবীর বিপরীত প্রান্তে আমি
তুমি রবে বহুদূরে
কখনো নক্ষত্রের পতন
আবার কখনো ভালোবাসায় মরণ আসিবে
তোমার শাড়ির আঁচলে আঁচলে।
তুমি বলিবে কথা অন্য যুবকের সাথে
শহরের পথে পথে লাশকাটার ঘর
কুয়াশা ঘেরা ফুলের বাগানে।
পৃথিবীর বিপরীত প্রান্ত থেকে
মন প্রাণে ডাকিবো তোমারে
তুমি কি আসিবে আমারি জীবনের সঙ্গী হতে?
নাকি চলে যাবে অন্য যুবকের হাত দুটি ধরে!
তারপর কত নিশি কেটে যাবে বিরহে বিরহে
কোথাও জনতার মুখের ভাষা বেড়ে উঠিয়ে
জ্বলে উঠা উষ্ণ চৈত্রের আগুনের মতো করে ‌‌;
নিভে যাবে আকাশের তারাগুলো
হৃদয়ে জমিবে পোড়া খড়ের আগুন
তোমার না পাওয়া প্রহর গুলিতে।