পৃথিবীর দূর সীমানা পেরিয়ে ধ্রুববিন্দুর পথ হেঁটে এলাম আমি সবুজ ঘাসের উপর।
আছে নাকি বহুকিছু আজকের পুরুষের হৃদয়ের আনাচে কানাচে !!
আছে নাকি পুরানো প্রেয়সীর স্মৃতি !
আছে কি প্রেম প্রীতি ভালোবাসা !
প্রয়োজন নেই প্রান্তরের বুকে সমাধির মতো শায়িত ভাবে প্রহরা দেওয়া।।


এক সমুদ্রজন্মে পৃথিবীর বুকে আমূল বদল নীল কিংবা গোলাপী।
কারো কাঠগোলাপের উচ্চ উপন্যাস উপসংহারের দাবানলে জ্বলে পুড়ে ছাই:-
তেমনি ছাই পুরুষের বুকের পাঁজর।


মানুষ মানুষকে খোঁজ রাখে না বহু জন্ম
হঠাৎ চলতি পথে দেখা হলে মুখ ঘুরিয়ে নিলে কেউ জানবেন হিংসায় জ্বলে পুড়ে উঠেছিল সেও বাকীরা তো পূর্বেই মৃতজীবি।।