পৃথিবীর চারিদিকে
রয়েছে ঈশ্বরের বসবাস
প্রকৃতি সুন্দর
নয়নাভিরাম মনোরম
অতিরঞ্জিত দৃশ্যগোচর
ভুবনে আঁখি মেলিয়া
চেয়ে থাকি অবিরাম
ঈশ্বরের পৃথিবীতে।
ভাবিয়া রয়েছে ঘাস
ঘুচাইবে যমের দ্বার
মস্ত বড় পৃথিবীতে
আমরা একমাত্র
ঈশ্বরের চরণ দাস ;
এটুকুও কেহ পায়
আমি পেয়েছি তবু ঠায়
পৃথিবী আমার ঈশ্বর তাই।
নিদ্রিত ভোরের আকাশ
স্বপ্ন গাঁয়ে রোদের আশায়
হয়ে গেছে সূর্য ডুবি
তারা দিয়ে রাত্রি আনি।
ঈশ্বর আছে তাই
প্রাণ বাঁচে আজ
জ্বালিয়ে দিয়েছে জীবনের আলো
শোধ করিবে কে ঋণের ভাড়
ঈশ্বরের চরম শক্তি
দিয়েছে মুক্তি ;
পৃথিবীর জরাজীর্ণ দ্বার
অন্তরের মরা ঘ্রাণ।