কবিদের পুনর্জন্ম হলে
তবুও কবিতা রয়ে যায় জন্মের পরে।
পথের দিকে এগিয়ে যাচ্ছি - জন্মের কিংবা মৃত্যুর
কবিদের পুনর্জন্ম হলে
বিষণ্ণ সন্ধ্যায় বাঁচতে চাওয়া অ্যাটলাস
হিমালয় , সাহারা , নীলনদ জীবিত ক্ষুদ্র প্রাণ নিয়ে
ফিরে আসে নতুন পথের অলিগলিতে।



বাড়ি ফেরেনি সিন্ধু অরণ্য
জ্যোৎস্নার মুখে পুড়ে যাওয়া তাজমহলের ধুমকেতু
যেখানে সমাধি বেলা অবেলার হিসেব রাখে
শব্দের বিছানায় আত্মহত্যা স্থগিত রেখেছিল যারা
আজ তাঁদের নির্লিপ্ত কীটের জমিতে সেফটিপিন ফুটিয়ে
সোনার মাছি খুন করে পুনর্জন্মের আশায় !



এখানে ফুল ফোটে নিত্য বেদনার পুনর্জন্মে



কবিদের পুনর্জন্ম হলে
তবুও কবিতা রয়ে যায় জন্মের পরে।
মাছরাঙার মাছের শিকার হতে কাটেনি সময়
বিনিদ্র মধ্য নিশীথের নীলকে ভালোবেসে।।