আমার রাত জাগা জোনাকির প্রহর
বিরহের সাথে সাথে এভাবেই একাকী শহরের পুরো আকাশ জুড়ে তারার মেলা
তুমি কথা রাখোনি প্রিয়!!
কথা হয়নি শকুনের ডানা ছিঁড়ে ভাগারের বাতাসে।


অভিযোগের চোখ বেয়ে ভালোবাসা আসবে
কিছু লোক পথ হারাবে আবার কিছু লোক হারিয়ে যাবে গোধূলি বেলায়।
চাঁদের পাহাড়ে বৃষ্টি নামবে ভেজা চোখ থেকে
অভাবের সংসারে দ্বার খুলে।


রাত জাগা জোনাকি পূর্ণিমা রাতে রঙ বদলায় প্রজাপতির নিয়মে।