রাতের পর কেটে গেছে বহু রাত
বিবেকের গাঢ়ত্ব অন্ধকারে নিলাম
সংগ্রামী মানুষের জীবন ব্যর্থতায় ভরা।
পাতার শব্দ নিঃশ্বাসের অধিকার নিষিক্ত
কোটি কোটি মানুষের ভালোলাগা নেই ভালোবাসা নেই
সবকিছু চূর্ণ বিচূর্ণ আর ক্ষয়ে যাওয়া নতুনত্বের ছোঁয়া লাগে হৃদয়ের ভিতর।


পথিকের পথে পথিক চলে
প্রেমিকের পথে প্রেমিক চলে
প্রেমিকার পথে প্রেমিকা চলে
মানুষের পথে মানুষ চলে
সবারই পথ ভিন্ন ভিন্ন।
মানুষ চাই চাতকের মতো ভালোবাসা আর অধিকারের নিশ্চয়তা।