রাত নামে দুচোখে
রাতের পাখি জেগে উঠে।
ভালোবাসা ভালোবাসার মতো দুঃখ তবু দুঃখের মতো
দুদিকে চেয়ে অনেক বেশি কিছু আছে
নেই সেই অন্ধকার রাত্রির বুকে জড়িয়ে রাখা স্মৃতি
নেই নীল রঙের পোড়া ছাই পোশাক প্রদীপ।


কেউ নিভিয়ে দিয়ে গেছে নিশানার আলো নিশ্চিত করে
একটি একটি ছেঁড়া কবিতার পাতা আর চোখের জল মিশে
বুকের জমিতে ফসলের ফলন হচ্ছে।


মনে পড়ে গোধূলি বেলায় কৃষ্ণচূড়া ফুলের তোরা
সাজিয়ে রাখা ফুলদানি আজ কিছু নেই
কিছু নেই কোথাও
শুধু এই আমিটাই আছি আমাকে ভালোবেসে।