বৃষ্টি নামে নীল বেদনার প্রহরে
এই বুকের মধ্যখানে।
প্রজাপতির ডানায় স্বপ্নের রাত লুকিয়ে রেখে
হারিয়ে গিয়েছি অচেনা শব্দের গভীরে।


হাজার বছর যুদ্ধের মানচিত্রে বেঁচে ছিলাম
বিপক্ষ দলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে।
তোমরা ঘাসেদের দল নিয়ে যুদ্ধ করেছো
মনের জোনাকি কেড়ে নিয়ে।
স্মৃতির নৌকায় আগুন ধরিয়ে পুড়েছি সাগরের বালিতে।
কেউ জীবনের মানে বুঝতে শিখেনি
বিরহের কবিতা লিখতে লিখতে নীল আকাশের দিকে উড়িয়ে দিয়ে।
হলুদ বসন্তের ফুলগুলো প্রেমিক- প্রেমিকাদের প্রিয় হয়ে গেল নীলচে বেদনার পুনর্জন্মে।