যে শিল্পী আঁকে আমার ছবি
ঘুমহীন চোখে ; দু'চোখ লাল ক'রে
রং ছোঁয় মেঘের কোণে।


আমি তাঁকে রোজ হারতে দেখেছি
বসন্তের চোরাবালিতে
নতুবা সমুদ্র সিম্ফনির লড়াই -এ
প্রতিটি মানুষের শিরদাঁড়া নুয়ে গেছে
নীল জোনাকির ভাঙা নোঙরে।


আজ অন্ধকার রাত্রির মতো
খুঁজে পাই অচল পয়সা গুলো
যে পয়সা গুলো অতীতের সম্বল ছিল
এখন তা আস্তাকুঁড়ে।


রঙের মধ্যেও রঙ জমে
জীবন রেখার সূএপাতে
কখনো রোদ্দুর কখনো মেঘলা আকাশ
পাহাড় সমান নীতি নিয়ে।।