সেই আমি আজো আছি
তোমারি অপেক্ষায়;
তুমি তবু দূরে থাকো
আমারে দুঃখ দিয়ে।
পাথর উতলা ঢেউ-এ
জেগেছি আমি বারে বারে
পিপাসা ভরা গভীর রাতে,
তখন একটি তারা মিটমিট জ্বলছে
আমার বুকের মধ্যখানে।
দিনে দিনে জ্বলছে কত
মানুষের হৃদয়;আর তাতে
নক্ষত্রের জল ঢালিবার কেউ নেই!
সবাই চলে গেছে দেশ ছেড়ে
চলে গেছে অন্য দেশে।
আমি শুধু নিথর প্রান্তরের বুকে
স্বপ্ন বুনি ঘাসের বিছানা পেতে।।


২৭/১০/২০২১