সমাজ আমার চোখের বিরুদ্ধে
ঠিক বা ভুল আমি জানিনা কিছু
এখানেই সমাপ্তি ঘটে বিরুদ্ধাচারণে
আমি বারে বারে হেরে যায় নিমেষে
ভদ্র বা অভদ্র বিদ্যা লোকে।
তুমি আর আমি একমাএ সামান্য কিছু শিখেছি
এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষ
শিরদাঁড়া নুয়ে পড়ল অপেক্ষায় অবসানে
তুমি রবে লক্ষ নক্ষত্রের জীবনে
আমি হেসে হেসে উড়িয়ে দেবো সমস্ত দুঃখ
বিচ্ছিন্ন কলহের বিষণ্ণ রোদ্দুরে।