মৃত্যু মিছিলে হেঁটে গেছে যারা
তাঁদের মধ্যে আমি একজন।
পৃথিবীর কাল্পনিক পথে রাত্রি নামে
রাত্রি নামে হেমের মাঝে অবিনশ্বর রূপে
শহরের অন্ধকার আদি নক্ষত্রে ঢাকা পড়ে প্রতিদিন বেঁচে থাকার অভিপ্রায়ে।


অসুস্থ হৃদয়ের ঘুম ভাঙে জোৎস্না কিনে
তবু ঘুম ভাঙে না সমাজের অবচেতন মানুষ'গুলোর একজন কৃষকের ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে হারিয়ে যায় এই শহরে।
নিখোঁজের পাতায় নাম থাকে না চাষী ছেলের
নাম থাকে মালিকের হারিয়ে যাওয়া কুকুরের !!


সমাজ কাকে বলে?
কোন সমাজের স্বপ্ন দেখি আমরা !
যারা মৃত্যুর মিছিলে হেঁটে যায় তাঁদের কথা কেউ বলে না
সমস্ত আয়োজনই বৃথা প্রমাণিত হয়
আর জীবনের মানে নশ্বর অস্তিত্ব ছাড়া কিছুই নয়!! আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাও একসময় খসে যায় সমস্ত তারার মতো...
বেরঙেরও রঙ থাকে বলে জীবন এত ভয়ঙ্কর সুন্দর।।