এক সমুদ্র জন্ম আগে
আমার বেড়ে ওঠা নিষিদ্ধ শহরের পথ ধরে।
বিংশতি নারী পুরুষের সবচেয়ে অলঙ্কারের জিনিসটি ছিনতাই করে।
ভালোবাসা ভালোবাসা সবচেয়ে দামী আবার সবচেয়ে অপরাধের।
বুকের ভিতর শূন্যতা পুষে রাখা অভিমান আর নীল নক্ষত্রদের গতিপথ সবই একই ঋতুর মতো মনে হয় অজস্র জন্ম ধরে।


কেউ কারো জন্য নয় !
আবার কেউ কারো ঢের প্রিয়
এই গ্রীষ্মের ভরা দুপুরে অসহায় রোদের মাঝে দাঁড় করিয়ে রেখে - পরবর্তীতে বলে বুঝলে প্রিয় কেউ কারো জন্যে এই পৃথিবীতে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় ।


খুবই অনুশোচনায় ভুগতে হয় ভুক্তভোগীদের মতো
পায়ের নীচে ধুলোর পৃথিবীরই অনেক শ্রেয়
জন্মজন্মান্তের - এই কথাটা আগে বুঝলে
সময় থাকার আগেই অনেক কিছু হারানো থেকে বিরত থাকা যেত।